রাজধানীতে ফুল কেনার হিড়িক

সৈয়দ রিফাত
২৭ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
রাজধানীতে ফুল কেনার হিড়িক

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে গতকাল ছিল ফুল কেনার হিড়িক। গতকাল সন্ধ্যার পর থেকে রাজধানীর শাহবাগের ফুল দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। মূলত পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় শুভেচ্ছা জানাতেই ফুল কিনতে আসা বলে জানান তারা। বাড়তি ফুল বিক্রিতে খুশি বিক্রেতারাও।

সন্ধ্যায় সরেজমিনে শাহবাগে দেখা যায়, বেশি চাহিদা ছিল ফুলের তোড়া ও মালার। একেকটি ফুলের তোড়া বিক্রি ৫০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এ সময় দরদাম ছাড়াই বিক্রেতার চাওয়া দামে ফুল কিনতে দেখা যায় ক্রেতাদের। আলীমুর নামে এক রাজনৈতিক কর্মী বলেন, আমার নেতার মনোনয়ন পাওয়ার খবর শুনেই ফুল কিনতে চলে এসেছি। আরেক ক্রেতা ইমরান বলেন, নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য ফুল কিনতে এলাম।

আলাউদ্দীন পুষ্পালয়ের মো. খলিল বলেন, বিকালের পর থেকে আজকে বিক্রি একটু বেশিই। এখন পর্যন্ত ১২টা ফুলের তোড়া বিক্রি করেছি। শাওন পুষ্পালয়ের বিক্রেতা রফিক বলেন, মোটামুটি বিক্রি হয়েছে আজকে। বিকালে ভোটের প্রার্থী দিছে শুনলাম। এরপর থেকেই ক্রেতার চাপ দেখছি।