জ্বালানি তেল চুরিতে দুশ্চিন্তায় সরকার
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জ্বালানি বিভাগ। দুই দেশের গুরুত্বপূর্ণ যৌথ প্রকল্পে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্ট সবাইকে। ভবিষ্যতে এমন অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে কি করণীয়, সে বিষয়েও ভাবছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জ্বালানি বিভাগ। এ ঘটনায় মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক। অন্যদিকে প্রকল্প পরিচালক এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. টিপু সুলতানও বিপিসির কাছে একটি আলাদা প্রতিবেদন জমা দিয়েছেন।
প্রকল্প পরিচালকের প্রতিবেদনে বলা হয়েছে, পাইপলাইনে লিকেজের বিষয়টি গত ২৪ নভেম্বর দুপুরে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালের কন্ট্রোল রুম এটেন্ডেন্টকে ভিডিওকলে অবহিত করে ভারতের শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল। সেখান থেকে বলা হয় ১১৭ কিলোমিটার এলাকায় চেইনেজ লিকেজ হওয়ার আশঙ্কা বেশি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চিরিরবন্দর থানার ৩নং ফতেজংপুর ইউনিয়নের ফেরুসাডাঙ্গা থেকে কুতপাড়া গ্রামের শাষকান্দর কাঁচা রাস্তার উত্তর পাশে নাজমুল হকের মালিকানাধীন (অধিগ্রহণকৃত) জমিতে ডিজেলের গন্ধ পায় এবং মাটি আলগা দেখতে পায়।
কর্মকর্তারা দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদকে বিষয়টি জানালে তিনি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসি এবং ফায়ার সার্ভিস নিয়ে সেখানে গিয়ে মাটি খনন করতে বলেন। মাটি খুঁড়ে দেখা যায় পাইপলাইন ছিদ্র করে ক্লাম্পের ওপরে ওয়েন্ডিংকৃত এক ইঞ্চি পাইপসহ বলভাল্ব সংযুক্ত করে বিকল্প লাইন তৈরি করা হয়েছে। বিপিসি এবং শিলিগুড়ি মার্কেটিং টার্মিনালের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশে লাইনটি দ্রুত মেরামত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
একই ঘটনায় চিরিরবন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসনের মাধ্যমে জ্বালানি বিভাগে একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে বলা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে এ ঘটনায় জ্বালানি বিভাগের যুগ্ম সচিব তাহমিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিদিধি দল আজ ঘটনাস্থল পরির্দশন করবে।
বিপিসি সূত্রে জানা যায়, ঘটনাস্থলে পাইপলাইনের কাছে ছয় ফুট গর্ত করা হয়েছে। মূল পাইপ ফুটো করে তাতে স্ক্রু লাগানো হয়েছে। সেখান থেকে একটি পৃথক চিকন পাইপ লাগানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই পাইপ দিয়ে তেল সরানো হয়েছে। এমন ঘটনায় উদ্বিগ্ন জ্বালানি বিভাগ। কারণ এমন আরও অনেক তেলের পাইপলাইন প্রকল্প দেশে নির্মাণাধীন রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ঢাকা-চট্টগ্রাম তেল পাইপলাইন। পিতলগঞ্জ কাঞ্চন থেকে এয়ারপোর্ট পর্যন্ত তেল পাইপলাইন, গোদনাইল-ফতুল্লা তেল পাইপলাইন। সংশ্লিষ্টরা বলছেন, মাইলের পর মাইল কৃষিজমির মধ্যে দিয়ে এসব পাইপলাইন আসছে। এসব পাইপলাইনেও তেল চুরির ঝুঁকি থেকে যাচ্ছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জানতে চাইলে বিপিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আমাদের সময়কে বলেন, পাইপলাইনগুলো দেখভাল করার জন্য আলাদা একটি কোম্পানি গঠন করা হয়েছে। তবে সেই কোম্পানির কার্যক্রম এখনো পুরোদমে শুরু হয়নি। তিনি বলেন, এ ঘটনায় আমাদের কাছে একটি বার্তা এলো যে, ভবিষতেও এমন ঘটনা ঘটতে পারে। ফলে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে।
উল্লেখ্য, ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়ির মার্কেটিং রেল টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ পাইপলাইন প্রকল্প। বাংলাদেশ অংশে ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার এবং ভারতীয় অংশে ৫ কিলোমিটার পড়েছে। গত ১৮ মার্চ উভয় দেশের প্রধানমন্ত্রী অনলাইনে যুক্ত থেকে এই পাইপলাইনের তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন।