ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ২০:০১
শেয়ার :
ঢাকায় দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

ঢাকায় দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। 

তবে উত্তর কোরিয়া জানিয়েছে, ঢাকায় দূতাবাস বন্ধ করা হলেও শিগগির আবার তা চালু করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে উত্তর কোরিয়ার দূতাবাস ছিল। এখন থেকে দিল্লিতে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে। উত্তর কোরিয়ায় বাংলাদেশেরও দূতাবাস নেই। চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে উত্তর কোরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি দেখা হয়।

উল্লেখ্য, উন্নত ব্যবস্থাপনার কারণ দেখিয়ে স্পেন, হংকং, দক্ষিণ আফ্রিকা ও নেপালসহ প্রায় ডজনখানেক দেশে দূতাবাস বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।