সুরঞ্জিত সেনের স্ত্রী বাদ, নৌকা পেলেন আইজিপির ভাই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। সুনামগঞ্জ-২ আসন (দিরাই ও শাল্লা) থেকে নৌকা প্রতীকে ভোটে লড়বেন তিনি।
আজ ররিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন করেন। এ সময় তিনি সারাদেশে ২৯৮টি আসনে আওয়ামী লীগের প্রার্থীর তালিকা প্রকাশ করেন।
সুনামগঞ্জ-২ আসনে টানা সাতবারের সংসদ সদস্য (এমপি) ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুর পর আসনটি থেকে দুবার এমপি নির্বাচিত হন তার স্ত্রী জয়া সেনগুপ্তা। এবার তাকে বাদ দিয়ে আইজিপির ভাইকে মনোনয়ন দিল আওয়ামী লীগ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?