আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হারাল মিয়ানমার সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৮:৩৫
শেয়ার :
আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হারাল মিয়ানমার সেনাবাহিনী

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে জান্তা সরকার। আজ রবিবার আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হারিয়েছে তারা। শান প্রদেশের চীন সীমান্তবর্তী অঞ্চলে জান্তা বাহিনীর ঘাঁটিতে আক্রমণ চালিয়ে তা দখলে নেয় মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)।

গত কয়েক দশক ধরে সামারিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে একাধিক সশস্ত্র গোষ্ঠী। সর্বশেষ অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর সাথে গ্রামাঞ্চলে মারাত্মক সংঘাতে লিপ্ত রয়েছে পিপলস ডিফেন্স ফোর্স। বিদ্রোহী বাহিনীর একটি দল সম্প্রতি চীন সীমান্তে জান্তা লক্ষ্যবস্তুতে একের পর এক আকস্মিক হামলা চালিয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চিকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান মিন অং হ্লাই। এরপর থেকে দেশটিতে গণতন্ত্রপন্থিদের ওপর নিপীড়ন এবং অভ্যন্তরীণ সংঘাত বেড়েই চলছে। প্রায় প্রতিদিনই সেনাবাহিনীর সঙ্গে প্রতিরোধ গ্রুপগুলোর লড়াই হচ্ছে। সেনাবাহিনীর অভিযানে দেশটিতে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

অক্টোবর মাসে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান প্রদেশে তিনটি বিদ্রোহী গোষ্ঠী জোট করে জান্তা বাহিনীর ওপর হামলা জোরদার করে। এখন পর্যন্ত বেশ কয়েকটি জাগঅয় দখল নিয়েছে তারা। সর্বশেষ চীন সীমান্তবর্তী অঞ্চল দখলে নিল এমএনডিএএ। এই অঞ্চল চীন-মিয়ানমার বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট ছিল।

আরাকান আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মি শুক্রবার সীমান্তের অন্যান্য এলাকাও দখলে নিয়ে নেয়।