মনোনয়ন পেলেন না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ত্রী, ফারুক চৌধুরির জয়
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনলেও মনোনয়ন পাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়া। সেখানে আগের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীতেই আস্থা রেখেছে আওয়ামী লীগ।
আজ রবিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করলেও সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী আয়েশা আখতার ডালিয়ার নাম ছিল না।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এরআগে গত ১৮ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়নপত্র হাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করেন আয়েশা।
বিজয় চিহ্ন দেখিয়ে স্ট্যাটাসে আয়েশা লিখেন, ‘আর ও একটি বিজয় রয়েছে যা এখনও তোমাদের অধিকারে আসেনি, আল্লাহ তা বেষ্টন করে আছেন। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আওয়ামী লীগের মনোনয়ন পেতে গতবারের নির্বাচন থেকেই দৌড়ঝাঁপ শুরু করেন আয়েশা। তবে দলে তার কোনো পদ-পদবি নেই। তানোর-গোদাগাড়ী আসনটিতে তার বাবা ও দাদার বাড়ি বলে দাবি তার।
তবে স্ত্রী মনোনয়ন না পেলেও রাজশাহী-৬ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।