সমুদ্রে ভাসছে নিউইয়র্কের তিনগুণ বড় বরফখণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৫:৫৮
শেয়ার :
সমুদ্রে ভাসছে নিউইয়র্কের তিনগুণ বড় বরফখণ্ড

বরফখণ্ড ছবি: সংগৃহীত

৩০ বছর পর উন্মুক্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় বরফখণ্ড। বিজ্ঞানীরা জানিয়েছেন, এর আকার ৪ হাজার বর্গ কিলোমিটার, নিউইয়র্কের চেয়েও যা তিনগুণ বড়। গত শুক্রবার তা অ্যান্টার্কটিকা থেকে উন্মুক্ত হয়ে পড়ে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে বলা হয়, বিশাল এই বরফখণ্ডের নাম এ২৩এ। ১৯৮৬ সালে এটি অ্যান্টার্কটিকের সঙ্গে যুক্ত হয়। এখানে একসময় সোভিয়েত গবেষণা কেন্দ্রও ছিল।

সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা যায়, ট্রিলিয়ন মেট্রিক টনের এই খণ্ডটি ভেসে বেড়াচ্ছে। বাতাস ও স্রোতের ধাক্কায় এটি উত্তরের দিকে ধাবিত হচ্ছে।

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিশেষজ্ঞ অলিভার মার্শ বলেন, এত বড় বরফখণ্ড ভেসে বেড়ানোর খুবই বিরল। তাই বিজ্ঞানীরা এর ওপর আলাদা নজর রাখছেন।