নতুন পরিচয়ে স্বাগতা

বিনোদন প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ১২:৩৭
শেয়ার :
নতুন পরিচয়ে স্বাগতা

ছোট পর্দার জনপ্রিয় মুখ জিনাত সানু স্বাগতা। কাজ করেছেন সিনেমাতেও। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। তবে এবারই প্রথম আসছেন পরিচালনায়। বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রকল্পের আওতায় একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন তিনি। নাম ‘অতএব’।

সিনেমাটি নিয়ে স্বাগতা বলেন, ‘এটি ভালোবাসার গল্প। রোমিও-জুলিয়েট, শিরি-ফরহাদের মতো ব্যর্থ প্রেমের গল্প। সামাজিক বৈষম্যের কারণে প্রকৃত ভালোবাসা পূর্ণতা না পাওয়ার গল্পই দেখা যাবে। গল্প পরিচিত। তবে দেখাতে চাই আমার মতো করে।’

তিনি জানান, মাসখানেক আগে বিটিভির ‘ছোট ছবি, বড় স্বপ্ন’ প্রকল্পের সার্কুলেশন দেখে চিত্রনাট্যটি জমা দেন তিনি। প্রাথমিকভাবে নির্বাচিত হওয়ার পর সাক্ষাৎকারের জন্য ডাক আসে। সব প্রক্রিয়া শেষ করে অবশেষে গেল ২৩ নভেম্বর বিটিভির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নির্বাচিত হয়েছে তার চিত্রনাট্য।

স্বাগতার এই সিনেমায় কারা অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। নতুন শিল্পীদের নিয়েই কাজটি করতে চান তিনি। তার ভাষ্য, ‘কয়েকজনের নাম মাথায় আছে। তবে এখনো কারও সঙ্গে কথা হয়নি। শুটিংয়ের আগে ৭ দিনের ওয়ার্কশপে অংশ নিতে হবে আমাকে। সেটা শেষ করে অভিনয়শিল্পীদের বিষয়ে সিদ্ধান্ত নেব।’

পরিচালনায় নাম লিখিয়েই থামতে চান না স্বাগতা। অভিনয়ের পাশাপাশি নিয়মিত কাজ করতে চান ক্যামেরার পেছনেও।