ঢাকা দক্ষিণের বিভিন্ন স্পটে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ১২:২৬
শেয়ার :
ঢাকা দক্ষিণের বিভিন্ন স্পটে জামায়াতের মিছিল

রাজধানীতে ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্পটে মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রবিবার জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েসী নির্বাচনী তফসিল বাতিল, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে কেন্দ্র ঘোষিত সপ্তম দফা অবরোধ কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি পালন করে দলটি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, অ্যাডভোকেট মারুফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান শাহীন, জামায়াত নেতা আফম ইউসুফ প্রমুখ।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পল্টন জোন আয়োজিত রাজধানীর বেইলী রোডে সড়ক অবরোধ করে সমাবেশে হেলাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায় না। বিরোধী দল ও মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর। আওয়ামী গোষ্ঠী মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বললেও মূলত তারা স্বৈরতন্ত্র কায়েম করে বাংলাদেশে জুলুমতন্ত্র চালাচ্ছে। তারা জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে।’

খিলগাঁও-বনশ্রীতে সড়ক অবরোধ

অবরোধের প্রথম দিনে রাজধানীর খিলগাঁও-বনশ্রী সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালামের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও জোনের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আমিন, মহানগরী মজলিশে শূরা সদস্য মো. আব্দুর রহমান, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মোহাম্মদ আলী, সাজিদুর রহমান শিবলী, আবু মুয়াজ এবং খিলগাঁও পূর্ব থানা সেক্রেটারি অ্যাডভোকেট এসএম খোকন, খিলগাঁও মধ্য থানা সেক্রেটারি খোরশেদ আলম মজুমদার প্রমুখ।

রাজধানীর ধোলাইপাড়ে সড়ক অবরোধ

রাজধানীর ধোলাইপাড়ে মহানগরী মজলিসে শুরা সদস্য মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সড়ক অবরোধ করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন। এ সময় ঘটনাস্থল থেকে ৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

রাজধানীর সদরঘাট শ্যামবাজারে সড়ক অবরোধ

রাজধানীর সদরঘাট শ্যামবাজারে সড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুতাসিম বিল্লাহ, রবিউল ইসলাম, জামায়াত নেতা কামরুজ্জামান প্রমুখ।

ধানমন্ডিতে সড়ক অবরোধ

ধানমন্ডিতে সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য এম এ আলীসহ ধানমন্ডি থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।