মা হলেন লাক্স সুন্দরী আলভী
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’র প্রথম রানারআপ শেখ সামরোজ আজমি আলভী। সেখানকার ইনোভা আলেকজান্দ্রিয়া হাসপাতালে গেল শুক্রবার দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
আলভীর কথায়, ‘আলহামদুলিল্লাহ। সৃষ্টিকর্তার কৃপায় গতকাল (শুক্রবার) দ্বিতীয় কন্যা আজমিরা হাসিন নাহলির মা হয়েছি। অনুগ্রহ করে আমার ও বাচ্চার জন্য সবাই দোয়া করবেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
উল্লেখ্য, ২০১২ সালে আমির হাসানকে বিয়ে করেন আজমি আলভী। ২০১৮ সালের জানুয়ারিতে এই দম্পতির কোলজুড়ে প্রথম কন্যাসন্তান আহেলী আসে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
লাক্স সুপারস্টারের পর ছোট পর্দায় নিজেকে মেলে ধরেন আলভী। ‘অলসপুর’ নাটকে আনারসি চরিত্রে অভিনয়ে মাধ্যমে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেতী। তবে বিয়ের পর থেকেই অভিনয়ে এক প্রকার অনিয়মিত হয়ে পড়েন আলভী।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট