কুকুরকে বাঁচাতে গিয়ে মৃত্যু, ৮ কিলোমিটার ছুটে যুবকের বাড়িতে শোকপ্রকাশ!

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১০:১০
শেয়ার :
কুকুরকে বাঁচাতে গিয়ে মৃত্যু, ৮ কিলোমিটার ছুটে যুবকের বাড়িতে শোকপ্রকাশ!

সম্প্রতি ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকের দাভানগেরেতে পথ কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক মোটর সাইকেল আরোহী। এরপর যা ঘটছে তা শুনলে যেকারো চোখ কপালে উঠবে। খবর এনডিটিভির।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ২১ বছরের তিপেশের বাড়ি শিবমোগা জেলার ভদ্রাবতীর কাছে। গত ১৬ নভেম্বর এলাকার রাস্তায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় যুবকের। কোনো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়নি বাইকের। আচমকা বাইকের সামনে এসে পড়ে রাস্তার একটি কুকুর। তাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। মাথায় চোট পান তিপেশ। এতেই মৃত্যু হয় তার। 

তিপেশের মা যশোধাম্মা বলেন, ‘দাহকাজের পরে একটি কুকুর আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু পাড়ার কুকুরেরা তা হতে দেয়নি। এর কয়েকদিন বাদে সুযোগ পেয়ে কুকুরটা বাড়িতে ঢুকে পড়ে। সে আমার কাছে আসে। হাতের উপর মাথা নামিয়ে শুয়ে পড়ে। আমাদের সবার মনে হয়েছে, ও তিপেশের মৃত্যতে শোকপ্রকাশ করছিল। এর পর থেকে কুকুরটি আমাদের বাড়িতেই থাকছে।’

তিপেশের পরিবারের আরেক সদস্যের দাবি, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৮ কিলোমিটার ছুটে তিপেশের পাড়ায় আসে কুকুরটি। স্থানীয় কুকুরের ধমক খাওয়ায় তিন দিন পরে বাড়িতে ঢুকতে সক্ষম হয়। 

তিপেশের বোন চন্দনার বক্তব্য, কুকুরটির উপর আমাদের বিন্দুমাত্র রাগ নেই। এটি দুর্ঘটনা ছিল এবং আমরা দুর্ভাগ্যবশত আমাদের ভাইকে হারিয়েছি।