আজ রাজপথে ফিরতে পারেন মান্না
গ্রেপ্তার এড়াতে কয়েকদিন ধরে আত্মগোপনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাজপথে ফিরতে পারেন বলে আভাস মিলেছে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের এক নেতা জানিয়েছেন, রবিবার থেকে শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে মিছিলে থাকতে পারেন তিনি।
মাহমুদুর রহমান মান্না একসময় ডাকসু ভিপি এবং চাকসুর জিএস ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর প্রথমে আহ্বায়ক হয়ে নাগরিক ঐক্য নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। এখন তিনি সেই দলের সভাপতি। সরকারবিরোধী শিবিরে তার গ্রহণযোগ্যতা বেশ।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ একদফা দাবিতে বিএনপির সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম শরিক দল নাগরিক ঐক্য। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে রাজপথে আর মাহমুদুর রহমান মান্নাকে দেখা যায়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, মহাসমাবেশ পণ্ডের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে নির্বাচনে নেওয়ার জন্যও সরকারের দিক থেকে চাপ ও লোভ দেখানো হচ্ছে। এসব থেকে নিজেদের নিরাপদে রাখতে অনেক নেতা আত্মগোপনে চলে যান। তবে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম যুগপৎ আন্দোলন ছেড়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর বিভিন্ন নেতাদের নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই অবস্থায় মাহমুদুর রহমান মান্নার রাজপথের অনুপস্থিতি গুঞ্জনের ডালপালা এখন বড় হয়েছে।
গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন, সরকার জোর করে নির্বাচনে নিতে পারে, সেই আতঙ্কে আছেন মাহমুদুর রহমান। যদিও চলমান হরতাল অবরোধে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে রাজপথে কর্মসূচি করছে। এ ছাড়াও সম্প্রতি একটি ভিডিও বার্তাও দিয়েছেন। কিন্তু গতকাল শনিবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সফল হওয়া যায়নি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষনেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু আমাদের সময়কে জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। রবিবার (আজ) সকাল ৬টা থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে গণতন্ত্র মঞ্চ মিছিল করবে। সেই মিছিলে মাহমুদুর রহমান মান্না অংশ নেবেন।
নাগরিক ঐক্যের নেতাদের দাবি, রাজপথে না থাকলেও গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের অভ্যন্তরীণ সব কার্যক্রমে মাহমুদুর রহমান সক্রিয় ছিলেন এবং থাকবেন। দলটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, শারীরিকভাবে নানা অসুস্থতার মধ্যে আছেন তিনি (মাহমুদুর রহমান মান্না)। তার চিকিৎসা চলছে। মূলত এ কারণে তিনি আন্দোলন কর্মসূচিতে আসছেন না। তিনি সরকার পতনের আন্দোলনের সঙ্গে আছেন।