কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ জনের
দিনাজপুরের পার্বতীপুরে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় যাত্রীবাহী ভ্যানের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের বার্মা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শালন্দর মন্ডলপাড়া গ্রামের মো. আফাজ উদ্দীন (৪৮) এবং পলাশবাড়ী ইউনিয়নের হলদীবাড়ী গ্রামের বাসিন্দা লালু (৩৫)।
গুরুতর আহত কালিকাবাড়ী গ্রামের বাসিন্দা ভ্যানচালক মো. একরামুল হক (৩৫), শাহিনুর আলম (৩০) ও হলদীবাড়ী গ্রামের আবু সাদাত হোসেনকে (৩৮) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুসহ ৭ যাত্রী নিয়ে ভ্যানচালক একরামুল পার্বতীপুর শহর থেকে বছিরবানিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ভ্যানটি পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের বার্মা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ফুলবাড়ী থেকে পার্বতীপুর অভিমুখে ছেড়ে আসা কাভার্ডভ্যানটি (রংপুর মেট্রো-ন- ১১-০১৭৯) ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ ছাড়া আহত ৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
আটক কাভার্ডভ্যানের মালিক মামুন। তিনি রংপুরের পীরগঞ্জের বাসিন্দা। মামুন জানান, তিনি কাভার্ডভ্যান ভাড়া দিয়ে থাকেন। আকাশ নামের এক চালক কাভার্ডভ্যানটিতে ফলমূল নিয়ে দিনাজপুর গিয়েছিল।