‘সরকারকে যেদিন কিছু বলতে পারব, সেদিন বুঝব গণতান্ত্রিক পরিবেশে আছি’
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমি যেদিন মনে করব যে ঘর থেকে বের হয়ে আমি একটা কথা বলতে পারব। আমি আমার সরকারকে কিছু বলতে পারব, সেদিন আমরা বুঝব যে গণতান্ত্রিক পরিবেশে আছি। এছাড়া আমি তো মনে করি ত্রিশ বছর আগে যা ছিল তা কোন অংশে খারাপ ছিল না। আমার কাছে গণতন্ত্র হচ্ছে সেলফিশ।’
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা প্রকল্পের আওতায় ‘সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা মনে হয় সত্যি একটা ইউনিক নির্বাচন দেখব। যেমন খুশি তেমন একটা নির্বাচন হবে। কিছু জায়গা একেবারে ঠিকঠাক, কিছু জায়গায় আবার যা খুশি তা করুক, এমন আরকি।’
তিনি বলেন, ‘নির্বাচন হয়তো করে ফেলবে, কিন্তু নির্বাচনের পর কী হবে, এটি নিয়ে আমি সন্দিহান।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত দুটি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা কথা বলতেন না, এখন তারাও কথা বলছেন উল্লেখ করে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি ঘর থেকে বের হলেই মানুষ আমাকে প্রশ্ন করে, ভোট দিতে পারি না, কী করব? আমি বলি, আল্লাহ আল্লাহ করেন।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন ঘোরতর সংকটে আছি, অনেকে এটি বুঝছেন। ১০০ বছরের পুরোনো মীমাংসিত বিষয় নিয়ে আমাদের এখনো কথা বলতে হচ্ছে।’
আলোচনায় বক্তারা বলেন, সাধারণ মানুষ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন চায়। কিন্তু এটি দিনের আলোর মতো পরিষ্কার যে আরেকটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন বদিউল আলম মজুমদার। এতে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের নেতা সঞ্জীব দ্রং।
গোলটেবিল বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা প্রকল্পের সমন্বয়ক দিলীপ কুমার সরকার।