সড়ক কারপেটিংয়ের পাঁচ দিন পর পিচ-পাথর তুলে ফেলল স্থানীয়রা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ২০:১৫
শেয়ার :
সড়ক কারপেটিংয়ের পাঁচ দিন পর পিচ-পাথর তুলে ফেলল স্থানীয়রা

পিরোজপুরের মঠবাড়িয়া-বড়মাছুয়া বেহাল সড়ক মেরামতে করা হয়েছিল কারপেটিং। পাঁচ দিন না যেতেই পিচ-পাথর উঠতে শুরু করায় ক্ষুব্ধ এলাকাবাসী হাত দিয়ে কারপেটিং তুলে ফেলেন।

আজ শনিবার দুপুরে মাঠবাড়ি-বড়মাছুয়া সড়কের মল্লিকবাড়ি বালু মহাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বেহাল সড়কটি প্রশস্ত করতে সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী দিয়ে পাঁচ দিন আগে কারপেটিংয়ের কাজ সম্পন্ন করে। আজ দুপুরে সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল শুরু করলে গাড়ির চাকার সঙ্গে পিচ-পাথর উঠে যেতে থাকে। পরে গ্রামবাসী ও পথচারিরা হাত দিয়ে সড়কের পিচ-পাথর তোলার চেষ্টা করলে, দেখেন হাতের সঙ্গে চলটা ধরে উঠে আসছে। স্থানীয়রা প্রায় দেড় কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং তুলে এই কাজের প্রতিবাদ জানিয়েছেন।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা বিরাজ করছিল। সম্প্রতি বড়মাছুয়ার বলেশ্বর নদীতে ফেরি সার্ভিস চালু হয়। ফলে ৯ কিলোমিটার সড়কটি প্রশস্তকরণ ও মেরামতের কাজ শুরু করা হয়। সড়কের সাড়ে চার কিলোমিটার সড়ক কারপেটিংয়ের জন্য ২০২২ সালে দরপত্র আহ্বান করা হয়। সাড়ে সাত কোটি টাকা ব্যায়ে খুলনার মেসার্স মুজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।

উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কৃষক মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সম্প্রতি অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের পর সড়কটিতে কর্দমাক্ত হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাদা মাখা বেহাল সড়কের ওপর দায়সারাভাবে নিম্নমানের পিচ-পাথর দিয়ে রাতের আঁধারে কারপেটিংয়ের কাজ সম্পন্ন করে। সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজের দেড় কিলোমিটার এলাকার পিচ পাথর এখন চটা বেঁধে উঠে যাচ্ছে। সরকারি টাকার এমন অপচয় মেনে নেওয়া যায় না।

একই গ্রামের রাজমিস্ত্রী মোতালেব হোসেন বলেন, ঠিকাদার কাদামাখা বেহাল সড়কের ওপর কারপেটিংয়ের করেছেন। সড়কের পিচ-পাথর এখন গাড়ির চাকার সঙ্গে উঠে যাচ্ছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম বলেন, ওই সড়কের দেড় কিলোমিটার নয় ১০ মিটার অংশে মেরামতে ক্রুটি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করে সড়কের কাজ যথাযথ করার ব্যবস্থা নেওয়া হবে।