ভোট দেখতে বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশে আসতে বললেন পররাষ্ট্রসচিব
ভোট দেখতে বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘রাষ্ট্রদূতদের বলেছি, আপনারা আসুন। দেখুন। পর্যবেক্ষণ করুন বাংলাদেশের ভোট কতটা সুষ্ঠু ও অবাধ হয়। কীভাবে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেন।’
ভারতের দিল্লিতে তিন দিনের সফরে রয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রতিনিধিরা। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে ‘ফরেন অফিস কনসালটেশন’ আলোচনায় অংশ নেন তারা। ওই দিন রাতে বাংলাদেশ হাইকমিশনে ৫০টির বেশি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদ বিন মোমেন। তখন তিনি ভোট আবহে বাংলাদেশের পরিস্থিত ব্যাখ্যা করে ‘গণতন্ত্রের উৎসব’ দেখতে বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।
আজ শনিবার বাংলাদেশ হাইকমিশনে এক সংবাদ সম্মেলনে মাসুদ বিন মোমেন বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারত ইতোমধ্যে তার মনোভাব স্পষ্ট করেছে। টু প্লাস টু আলোচনায়ও সেটা উঠেছিল। ভারত জানিয়েছে, তারা সংবিধান ও মানুষের ইচ্ছাকে গুরুত্ব দেবে।’
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, ‘বাংলাদেশে ভোট ও সেটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা কেন, তা রাষ্ট্রদূতদের কাছে ব্যাখ্যা করেছি। গত ২৮ অক্টোবর থেকে পরিস্থিতি কীভাবে জটিল হয়ে পড়ে, কীভাবে সহিংসতা মাথাচাড়া দেয়, সরকারবিরোধিতার নামে কীভাবে পুলিশ হত্যা করা হয়েছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করা হয়েছে—তা জানিয়ে তাদের ভ্রান্তি দূর করতে চেয়েছি। তাদের বলেছি, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।’
পররাষ্ট্রসচিব আরও বলেন, ‘কোনো দেশই অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না। বাংলাদেশও চায় না, কেউ অযথা অনধিকার চর্চা করুক। বাংলাদেশ সরকার সে দেশের রাজনৈতিক ব্যবস্থা ও সংবিধান রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার