মনোনয়নপত্র সংগ্রহ করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১৮:৪০
শেয়ার :
মনোনয়নপত্র সংগ্রহ করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিস্কার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়নপত্র কেনার অভিযোগে আনোয়ার হোসেন নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কিত আনোয়ার বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মৌলভীবাজারের জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ছিলেন।

গতকাল শুক্রবার জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম মুক্তাদীর রাজু ও সদস্য সচিব আহমদ আহাদ স্বাক্ষরিত এক পত্রে আনোয়ারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কার পত্রে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা অমান্য করায় ও সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুড়ী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও সদস্য পদ থেকে আনোয়ার হোসেন মঞ্জুকে বহিষ্কার করা হলো।

জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাছুম রেজা জানান, আনোয়ার হোসেন মঞ্জু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করার কারণেই দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।