নিখোঁজের ২ দিন পর নদীতে ভেসে উঠল জেলের মরদেহ
জামালপুরের মাদারগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ২দিন পর ভেসে উঠল জলিল শেখ (৫০) নামে এক জেলের মরদেহ। আজ শনিবার সকালে বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামের যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন পরিবারের সদস্যরা। শেখ তারতা পাড়া এলাকার অছ শেখের ছেলে জলিল।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার বিকেলে যমুনার শাখা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন জলিল। এরপর পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে আজ সকালে নদীতে জলিলের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে এবং জানাজা শেষে দাফন সম্পন্ন করে পরিবারের সদস্যরা।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জানতে পারে পরিবারের লোকজন মরদেহ দাফন করে ফেলেছে।