পাকিস্তানে বহুতল শপিংমলে আগুন, নিহত ১১
পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির এক শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয়তলা ভবনবিশিষ্ট ওই শপিংমলের চতুর্থতলায় আগুন ধরে। সেইসময় শপিংমলের ভেতরে ৬০ জন ছিলেন। চিপ্পা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুখপাত্র শহিদুল হুসেইন বলেছেন, ‘আমাদের উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১১ জনের লাশ হাসপাতালে নিয়ে গেছে। এতে আরও ৩৫ জন আহত হয়েছে। যার মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।’ এ ছাড়া অন্তত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান শহিদুল।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র সাব্বির আলি অগ্নিকাণ্ডে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘একটি জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং ভবনের দুই তলায় ছড়িয়ে যায়।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পাকিস্তানে ভবনগুলোতে অনিরাপদ অগ্নি নির্বাপক ব্যবস্থা ও ভবন নির্মাণে যথাযথ নিয়ম না মানায় প্রায় বড় ধরণের অগ্নিকাণ্ড হয়ে থাকে। এর আগে ২০১২ সালে করাচির বালদিয়া শহরে এক গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুনে অন্তত ২৫০ শ্রমিকের প্রাণহানি ঘটে।
এ ছাড়া ২০২১ সালের আগস্টে একই শহরে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুনে অন্তত ১০ জন মারা যায়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস