মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ১৭:০৭
শেয়ার :
মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের নির্দেশে মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ। হত্যা সন্দেহে নিহত সমসের আলীর স্ত্রী জেসমিন বেগম আবেদন করলে আদালত এ নির্দেশ দেন।

আজ শনিবার উপজেলার রহনপুর পৌরসভার বহিপাড়ার একটি গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। সমসের আলী গত ১৮ আগস্ট নিজ বাড়িতে মারা যান।

কবর থেকে মরদেহ উত্তোলনের সময় গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবুল হাশেম খন্দকার, মামলার বাদী ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রহনপুর পৌর এলাকার বহিপাড়ার সমসের আলী গত ১৮ আগস্ট নিজ বাড়িতে মারা যান। এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগম আদালতে তার স্বামীকে হত্যার অভিযোগ করলে আদালত গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানাকে অভিযোগটি মামলা হিসেবে গন্য করে তদন্তের নির্দেশ দেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিত আদালত গত ৪ সেপ্টেম্বর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।