সম্পত্তি ভাগ হচ্ছে বচ্চন পরিবারে

বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১৭:০৫
শেয়ার :
সম্পত্তি ভাগ হচ্ছে বচ্চন পরিবারে

কিছুদিন ধরেই গুঞ্জন রটেছে বলিউডে বচ্চন পরিবারে কিছু একটা হতে যাচ্ছে। যদিও বরাবরই বচ্চন পরিবারের ঘরের খবর বাইরে প্রকাশ পায় না। অনেকটা গোপনিয়তার সঙ্গেই সব মোকাবেলা করেন তারা। এরই মধ্যে শোনা গিয়েছিল, বচ্চন বাড়ি ছেড়ে নাকি বাবার বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার জানা গেল নতুন খবর। অমিতাভ বচ্চন তার মেয়ে শ্বেতা বচ্চনকে ৫০ কোটি রুপির একটি বাংলো উপহার দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা ও দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার প্রিয় বাড়ি ‘প্রতীক্ষা’। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন অভিনেতাকে এই বাংলোটি উপহার দেন। তারই ধারাবাহিকতায় বলা যেতে পারে, অভিনেতার প্রথম সম্পত্তি এই বাংলোটি। বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই অমিতাভ থাকতেন।

যৌথভাবে প্রতীক্ষার মালিকানা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের। জানা গেছে, তারাই সিদ্ধান্ত নিয়েছেন মেয়েকে বাংলোটি উপহার দেওয়ার।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৬ হাজার ৮৪০ বর্গফুটের বাংলোটির বর্তমান বাজারমূল্য ৫০ কোটি ৬৩ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকার বেশি। তবে মেয়েকে বাংলো উপহার দেওয়া নিয়ে অমিতাভ বা জয়া বচ্চন কোনো মন্তব্য করেননি। বাংলো হস্তান্তর নিয়ে বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

এদিকে, বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, বচ্চন পরিবারে ভাঙন ধরেছে। ঐশ্বরিয়ার সঙ্গে নাকি বচ্চন পরিবারের সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। যার কারণে বচ্চন বাড়ির দীপাবলি উদযাপনেও যোগ দেননি নায়িকা। ওই দিনই মেয়েকে নিয়ে শহর ছাড়েন তিনি। আর সেখান থেকেই ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে। এই গুঞ্জন উসকে দিয়েছে আরও একটি ঘটনা। ইদানিং শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়িতেই বেশি সময় কাটাচ্ছেন ঐশ্বরিয়া। 

তবে সমস্যাটা ঠিক কী নিয়ে তা এখনও স্পষ্ট নয়। বচ্চন পরিবারের সমস্যা, কোনও জটিলতা কোনওদিনই সেভাবে প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। এক্ষেত্রেও তাই সকলেই চুপ।