রাজশাহীর সড়কে গেল ৪ জনের প্রাণ

অনলাইন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১৬:১৩
শেয়ার :
রাজশাহীর সড়কে গেল ৪ জনের প্রাণ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ শনিবার দুপুরে বেলপুকুর এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্যবাহী একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। আর রাজশাহীর দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। মহাসড়কে বেলপুকুর এলাকায় ট্রাক ও অটেরিকিশার মুখোমুখি সংঘর্ষ হয়।  

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জামিলুর রহমান সংবাদমাধ্যমকে জানান, এ ঘটনায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।