আজ কতজন জিম্মি মুক্তি পাবে, জানাল ইসরায়েল
যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে আজ শনিবার ৪২ জন বন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে হামাস ১৪ জন জিম্মিকে মুক্তি দিচ্ছে । বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের কর্তৃপক্ষ বলেছে, ‘হামাস ১৪ জন জিম্মিকে মুক্তি দেবে এর বিনিময়ে ৪২ জন বন্দী ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হবে।’ এর আগে গতকাল শুক্রবার ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
এতে গতকাল ফিলিস্তিনিদের মধ্যে এক প্রকার উৎসব শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ নারী ও ১৫ কিশোরকে বেইতুনিয়া চেকপয়েন্টের কাছে নিয়ে ছেড়ে দেওয়ার পর বিপুল সংখ্যক মানুষ উল্লাস করে তাদের শুভেচ্ছা জানায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মুক্তি পাওয়াদের মধ্যে ২০১৫ সালে ১৬ বছর বয়সে আটক হওয়া মারাহ বাকিরও আছেন। সীমান্তে পুলিশ কর্মকর্তার ওপর ছুঁড়ি-হামলার দায়ে তার সাড়ে আট বছরের জেল দেওয়া হয়েছিল।
অপেক্ষমাণ সাংবাদিকদের বাকির বলেছেন, ‘বহু মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এই চুক্তি হয়েছে, যা তাদের কাছে অস্বস্তিকর এবং এটি তাদের খুশী করেনি।’ তিনি জানান, আটক থাকার সময় বাইরের অবস্থা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিলো না এবং গাজার পরিস্থিতি সম্পর্কেও তার কোণ ধারণা নেই। চুক্তির খবরটি ছিল অবাক করে দেওয়ার মতো বিষয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস