ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের অতর্কিত হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ১৪:১৬
শেয়ার :
ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের অতর্কিত হামলা

ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। গতকাল শুক্রবার তুরস্কের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৭টি সন্ত্রাসী স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

তুরস্কের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরাকের উত্তরে গারা, মেতিনা, হাকুর্ক এবং কান্দিল অঞ্চলে এসব হামলা চালানো হয়। তুরস্ক এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দিতে পিকেকে/কেসিকের সন্ত্রাসী সংগঠনের সদস্যদের বিরুদ্ধে এ হামলা।’ 

সন্ত্রাসীদের গুহা, বাঙ্কার, আশ্রয়স্থল ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি তুরস্কের। এতে বিপুল সংখ্যক সন্ত্রাসী নিহত হয়েছে।  

তুরস্কের মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযানের সময় নিরাপরাধ বেসামরিক লোকদের জীবনের সুরক্ষার জন্য সম্ভাব্য সকল ধরণের সতর্কতা নেওয়া হয়েছে। পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং

ইইউ। পিকেকে তুরস্কের বিরুদ্ধে ৩৫ বছরের বেশি সময় ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।