নিউইয়র্কের মেয়রের নামে মামলা

যৌন নিপীড়ন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
নিউইয়র্কের মেয়রের নামে মামলা

যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। ওই নারীর অভিযোগ, ১৯৯৩ সালে তিনি এরিকের সহকর্মী ছিলেন। ওই সময় এরিক তাকে যৌন নিপীড়ন করেছেন। খবর সিএনএনের।

যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন ডেমোক্রেটিক দলের রাজনীতিক এরিক। তার দপ্তর থেকে বলা হয়েছে, অভিযোগকারী নারীকে মেয়র এরিক চেনেন না। তিনি কখনোই কাউকে শারীরিকভাবে নিপীড়ন করেননি। সংবাদমাধ্যম দ্য মেসেঞ্জার প্রথম এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, অভিযোগপত্রে ওই নারী বলেছেন, ১৯৯৩ সালে এরিক ও তিনি নিউইয়র্ক শহরের জন্য কাজ করতেন। ওই সময় নিউইয়র্কেই এরিক তাকে নিপীড়ন করেন। তবে অভিযোগকারী নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ম্যাসেঞ্জারের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারী এরিকের বিচার চেয়েছেন। সে সঙ্গে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ চান ওই নারী।

গত বছর পাস হওয়া নিউইয়র্ক অ্যাডাল্ট সারভাইভারস আইনে মেয়র এরিকের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারী।

অভিযোগের বিষয়ে জানার পরপরই মেয়র এরিকের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই নারীকে মেয়র এরিক চেনেন না। অভিযোগকারীর সঙ্গে কখনো দেখা হয়েছে কি না, সেটাও তিনি মনে করতে পারছেন না। তবে মেয়র এটাও বলেছেন, শারীরিক ক্ষতি করতে তিনি কখনোই কাউকে নিপীড়ন করেননি, করবেনও না। এমন অভিযোগ তিনি সবসময় অস্বীকার করবেন।