বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ ২ জনের মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৫, ১৩:১২
শেয়ার :
বিদ্যুৎস্পৃষ্ট বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাইসহ ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু খান (৬০) ও ফজলু খান (৫৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান নুরু খান। এসময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু। ছবি: সংগৃহীত

হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরুজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের সময়/আরআর