মার্কিন রাষ্ট্রদূতের সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস পরিদর্শস
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিঃ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন রাষ্ট্রদূতের এই পরিদর্শকালে তাকে স্বাগত জানান এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা ও ব্যারিস্টার তাসনিম মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এক্সপোর্ট সামিরা রহমান। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দল এবং এমজিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সয়াবিন ক্রাশিং ফ্যাসিলিটির বিভিন্ন অংশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সয়াবিনের হ্যান্ডেলিং ও প্রসেসিং নিজ চোখে দেখেন, যা দুই দেশের মধ্যে কৃষি পণ্যের দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সুদৃঢ় করেছে। নভেম্বর ২০২৫-এর শুরুতে স্বাক্ষরিত ১ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ক্রয়াদেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই পরিদর্শনটি আয়োজিত হলো। সে সময় এমজিআই সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ৩টি সয়া ক্রাশিং কোম্পানির একটি কনসোর্টিয়াম এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (ইউএসএসইসি)-এর মধ্যে এই সমঝোতা হয়েছিল।
মার্কিন রাষ্ট্রদূতের এই পরিদর্শন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য জোরদার করার ক্ষেত্রে এমজিআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকাকেই তুলে ধরেছে। বাংলাদেশের সর্ববৃহৎ সয়াবিন আমদানিকারক হিসেবে বছরে প্রায় ১ মিলিয়ন টন সয়াবিন আমদানি করে এমজিআই কৃষি সহযোগিতা আরও জোরদার করতে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছে।
২০১০ সালে ‘মেঘনা সিডস ক্রাশিং মিলস লিঃ’ প্রতিষ্ঠার মাধ্যমে এমজিআই এই শিল্পে প্রবেশ করে। পরবর্তীতে ‘সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিঃ’ নামে আরেকটি প্ল্যান্ট প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠান দুইটির উৎপাদনক্ষমতা দিনে প্রায় ৭,৫০০ টন, যা বাংলাদেশে সর্বোচ্চ।