গণভোট আগে হলে যা, একসঙ্গে হলেও তাই অর্জন করব: জোনায়েদ সাকি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ২০:২১
শেয়ার :
গণভোট আগে হলে যা, একসঙ্গে হলেও তাই অর্জন করব: জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চাই অনুমোদন ও সংসদকে ক্ষমতা দেওয়া। সেটাতো আগে হলেও যা অর্জন করব, একসঙ্গে হলেও তাই অর্জন করব। আগে হলে অনেকগুলো সমস্যা। কত ভোটার যাবে? খরচ ও আয়োজনের সময় আছে কি না। জনগণের মধ্যে জাতীয় সনদটা যথার্থভাবে পৌঁছালো কি না। সবগুলো মিলিয়ে আমরা একই দিনে দাবি করেছিলাম।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ৫টার দিকে বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওর্য়াডে গণসংহতি আন্দোলনের পটুয়াখালী-২ বাউফলে আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. আমজাদ হোসেনের দাফন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘অন্যান্য কিছু বিষয়ে এখনও মতভেদ আছে, যেমন ধরুন জুলাই জাতীয় সনদে আমরা যেভাবে স্বাক্ষর করেছি, আর আদেশের মধ্যে যেটা ব্যাখ্যা করা হয়েছে; সেটার মধ্যে পার্থক্য রয়েছে বলে অনেকগুলো দল মনে করছে। আমরা যেটা আহ্বান করেছি, সরকারকে আমরা যেকোনো কিছুই যখন করি; ন্যূনতম জাতীয় ঐক্যের ভিত্তিতে করা দরকার। কারণ আমাদের গণতান্ত্রিক উত্তোরনের জন্যই আমরা ফ্যাসিবাদী সরকারের পতন করেছি। এখনও ফ্যাসিবাদ ব্যবস্থাটা আছে।’

তিনি আরও বলেন, ‘সাংবিধানিক দিক থেকে, রাষ্ট্রীয় আইন প্রতিষ্ঠানের দিক থেকে, আমার যে নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাচ্ছি; যেখানে জনগণের হাতে ক্ষমতা আসবে। জনগণ তাদের প্রতিনিধিকে জবাবদিহি করতে বাধ্য করবে। জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করবে।’

সাকি বলেন, ‘এরকম একটা ব্যবস্থায় যদি আমরা যেতে চাই তাহলে ন্যূনতম একটি জাতীয় ঐক্যমত লাগবে। এটা একক কোনো দল করতে পারবে না। আমি একদল যা ভাবি, সেটা সবার ওপর চাপিয়ে দেওয়া তো সম্ভব না।’

আমাদের সময়/আরডি