যারা স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে, তাদের ক্ষমতায় নিয়ে আসতে হবে: মাহমুদ
বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন সব বিএনপির ৩১ দফার মধ্যে আছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ও জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির নির্বাচনী পথসভায় তিনি এমন দাবি করেন।
মাহমুদ হাসান বলেন, ‘আজকের এই নির্বাচনী পথসভা প্রচারণার অংশ। নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। ভোট দিতে পারার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের এই নির্বাচনী প্রচারণায় যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, আমরা জানি, এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা ভোট দিতে যেতে পারবেন। কারণ স্বৈরাচার পালিয়ে গেছে। এই স্বৈরাচার পালিয়ে গেছে আমাদের দীর্ঘ ১৭ বছরের সংগ্রামে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ক্ষমতায় বিশ্বাসী। আমাদের নেতা, বিএনপি দলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্লোগান দিতেন সেটি হচ্ছে , জনগণই সকল ক্ষমতার উৎস। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেন, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, জনগণের পাশে থাকেন, জনগণের কাছে থাকেন। জনগণ প্রতি ৫ বছর পর পর সিদ্ধান্ত নেন যে দেশ পরিচালনার দায়িত্বে কারা আসবে।’
বিএনপি প্রার্থী বলেন, ‘ইচ্চা মতো ভোট দিতে পারা মানে, আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করা। আপনার আমার কি দায়িত্ব?.. তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত, যাদের অতীতে দেশ পরিচালনার করার অভিজ্ঞতা আছে। তাদের দেশ পরিচালনার করার দায়িত্ব দেওয়া উচিত, যারা এদেশের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাস করে। তাদের কাছে দেশ পরিচালনা করার দায়িত্ব দেওয়া উচিত, দেশ পরিচালনার জন্য যাদের সঠিক পরিকল্পনা আছে। কি পরিকল্পনা, আমাদের নেতা জনাব তারেক রহমান আজ থেকে তিন বছর আগে, রাষ্ট্র সংস্কার, অর্থাৎ দেশ পরিচালনার জন্য দফা গুলো দেওয়া শুরু করেছিলেন। সর্বশেষ ৩১টি দফা দিয়েছি, আমরা যদি জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পায় এই ৩১টি দফা প্রতিটি পালন করব। আপনাদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছানো হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক, ছাত্র-ছাত্রী, প্রবীণ-নবীন, প্রত্যেকটা মানুষের যার যা প্রয়োজন সেই ৩১টি দফার মধ্যে আছে।’
কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, কেডিকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, কেডিকে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল করিম, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
আমাদের সময়/আরডি
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের