জনগণ সুশাসন চায়, আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ১৮:১০
শেয়ার :
জনগণ সুশাসন চায়, আস্থা অর্জনই এখন বিএনপির প্রধান লক্ষ্য: নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে। দেশের মানুষ এখন পরিবর্তন, স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন চায়। তাদের বিএনপি ক্ষমতায় এসে প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের আস্থা অর্জনই এখন আমাদের (বিএনপি) প্রধান লক্ষ্য।

শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই অবহেলিত শরীয়তপুরকে একটি উন্নত সমৃদ্ধ জেলায় পরিণত করতে যা যা করণীয় তাই করা হবে। এজন্য আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।’

তরুণ ভোটারদের উদ্দেশ্যে অপু বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম এখন রাজনীতিতে আরও সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখছে। তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। আমি বিশ্বাস করি, তরুণরাই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।’

এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ, সদস্য মোবারক ঢালী, নান্টু খান, দেলোয়ার শিকারী, যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান উজ্জ্বল, নাগেরপাড়া ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মন্টু দপ্তরী প্রমুখ।

আমাদের সময়/আরডি