রামপুরায় বাসে আগুন, পল্লবীতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর ২০২৫, ০১:১৯
শেয়ার :
রামপুরায় বাসে আগুন, পল্লবীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় পার্কিংয়ে রাখা বাসে আগুন ও পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে নাশকতার এই দুই ঘটনা ঘটে।

এদিন রাত ১০টার দিকে রামপুরা বিটিভি ভবনের উল্টাপাশে ইউলুবের (ফ্লাইওভার) নিচে পার্কিং করা ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একটি বাস পার্কিং করা ছিল। তবে বাসে আগুন লাগার কারণ জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ তিন জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর জানান মোটরসাইকেলে করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এতে পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।