কোনো ষড়যন্ত্রেই নির্বাচন বন্ধ হওয়ার সুযোগ নেই: নুরুদ্দিন অপু

শরীয়তপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ১৮:১২
শেয়ার :
কোনো ষড়যন্ত্রেই নির্বাচন বন্ধ হওয়ার সুযোগ নেই: নুরুদ্দিন অপু

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সারাদেশের মানুষ অপেক্ষায় আছে। কোনো ষড়যন্ত্রেই নির্বাচন বন্ধ হওয়ার সুযোগ নেই।

বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই (জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির) রায়ের মানুষের মনের আকুতির প্রতিফলন ঘটেছে। তারা (শেখ হাসিনা) হাজার হাজার নেতাকর্মীদের বিপদে ফেলে রেখে বিদেশে আরাম আয়েশে জীবনযাপন করছেন। আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার দেওয়া লকডাউন ও শাটডাউন এদেশের মানুষ গ্রহণ করেনি।’

এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, সাবেক সভাপতি হাসেম ঢালী, সাবেক সাধারণ সম্পাদক বি এম মোস্তাফিজ (মোস্তফা), যুবদলের সাবেক সভাপতি আসলাম মাঝি ও হাজী মোসলেম হোসেন সরদারসহ দলীয় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের সময়/আরডি