প্রকাশ্যে ‘হুমায়ূন সাগরে কিছুক্ষণ’
রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি শিল্পীদের উদযাপন করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মাস তিনেক আগেই বিষয়টি জানিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরই অংশ হিসেবে গেল অক্টোবরের শেষদিকে কালজয়ী কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে উদযাপনের কথা জানান তিনি।
১৩ নভেম্বর ছিল হুমায়ূন আহমেদের জন্মদিন। এই উপলক্ষে গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
‘হুমায়ূন সাগরে কিছুক্ষণ’ শিরোনামে প্রায় সাড়ে ২৫ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্র নির্মাণ করেছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন নুহাশ হুমায়ূন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তথ্যচিত্রটি প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজ থেকে শেয়ার করে ক্যাপশনে বলা হয়, ‘তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকই শুধু নন; একজন চলচ্চিত্রকার, নাট্যকার ও গীতিকার হিসেবে অনন্য অর্জন রয়েছে তার ঝুলিতে। তার কলমে জলজ্যান্ত হয়ে ওঠে হিমু, মিসির আলী, রূপা, শুভ্ররা। বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি জগতের অন্যতম শক্তিশালী আইকন হুমায়ূন আহমেদের প্রতি ট্রিবিউট জানিয়ে নির্মিত হয়েছে “সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস” সিরিজের এই পর্ব। এটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি উদ্যোগ।’
এদিকে তথ্যচিত্রটির শুরুতে লেখা হয়, ‘হুমায়ূন আহমেদ এক মহাসমুদ্র। পুরো জাতি কয়েক দশক ধরে এক ঘোর নিয়ে এই মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে। তার কাজ, চরিত্র এবং ভক্তদের ভালোবাসা নিয়ে আমাদের প্রচেষ্টা।’
প্রধান উপদেষ্টার পেজে দেওয়া পোস্টটি শেয়ার করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘লেটস টেক আ মোমেন্ট টু সেলেব্রেট দ্য ম্যান, দ্য মিথ। হুমায়ূন আহমেদ।’
নুহাশ ছাড়াও এই তথ্যেচিত্রে হুমায়ূন আহমেদকে নিয়ে কথা বলেছেন অভিনেতা আফজাল হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, লুনা রুশদি, হুমায়ূন-ভক্ত ফাহিম রেজা পিয়াল, লেখক পারমিতা হিম প্রমুখ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আমাদের সময়/ এসএ