নাসা গ্রুপের নজরুলের ১৮০ কোটি টাকা মূল্যের সম্পদ জব্দের আদেশ
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ঢাকার পূর্বাচলের জলসিড়ি আবাসিক প্রকল্পের ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা মূল্যমানের ১৬২ কাঠার প্লটসহ ৫৩ দলিলের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশও দিয়েছেন আদালত।
দুর্নীতির অভিযোগে চলমান থাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
জব্দ সম্পদের মধ্য রাজধানীর তেজগাঁও এলাকার ১৬ দলিল ও বাড্ডার ৩০ দলিল। আর জলসিড়ি আবাসিক প্রকল্পের ৭ দলীলের ১৬২ কাঠা সম্পত্তি।
দুদকের তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
আবেদনে বলা হয়, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জন করেছেন। এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তদন্ত সূত্র জানা যায়, আসামির স্থাবর, অস্থাবর সম্পদসমূহ বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে আসামির অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী তার সম্পদ ক্রোক ও ফ্রিজ করা একান্ত প্রয়োজন।
আমাদের সময়/জেএইচ