ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ১৫:০০
শেয়ার :
ভাসানীর মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ অনুষ্ঠিত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সংবিধানসহ প্রশাসনের রাজনৈতিক সংস্কারের পাশাপাশি লুটেরা দূর্বৃত্ত অর্থনীতির অবসান ঘটাতে না পারলে কোন সংস্কারই টেকসই হবেনা। এবার অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করা না গেলে অদূর ভবিষ্যতে আর একটি গণ অভ্যুত্থান অপরিহার্য হয়ে উঠবে। 

সোমবার বিকালে টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে মজলুম জননেতা মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জলুম জননেতা মওলানা ভাসানীর সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাইফুল হক বলেন, ,রাজনৈতিক হীনমন্যতার কারণে এখানকার সরকার ও শাসকগোষ্ঠী মওলানাকে উপযুক্ত মর্যাদা দিতে পারেনি।

মওলানা ভাসানীকে দেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, যতদিন শোষণ আর বৈষম্য থাকবে ততদিন ভাসানী আমাদের অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবেন; দ্রোহ আর বিদ্রোহের প্রতীক হিসাবে তিনি থাকবেন।

আইসিটি ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের রায় সম্পর্কে বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা বলেন, এই রায়ে প্রমান হয়েছে স্বৈরশাসকেরাও কেউই আইনের উর্ধে নয়।তিনি বলেন মুক্তিযুদ্ধে গণহত্যার বিচার যেমন প্রতিশোধের বিষয় নয়, ২৪ এর হত্যাকাণ্ডের বিচারও কোন শোধ প্রতিশোধের বিষয়ে। হত্যাকাণ্ডের বিচার না হলে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত হবেনা।

তিনি বলেন, ভবিষ্যতে কেউই আর যেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে নারকীয় শাসন আর হত্যাযজ্ঞ সংঘটিত করতে না পারে এই বিচার সেক্ষেত্রে বড় মাইলফলক হিসাবে কাজ করবে।

সমাবেশে বক্তব্য রাখা অন্যরাও মজলুম জননেতা ভাসানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় উদ্যোগে পালনের জন্য দাবি জানান।

টাঙ্গাইল শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্টির টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুন, সঞ্চালনায় ছিলেন আওয়াল মাহমুদ। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও টাংগাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিপলু, মওলানা ভাসানী দৌহিত্র মাহমুদুল হক সানু,সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, এমডি ফিরোজ, কেন্দ্রীয় সংগঠক যুবরান আলী জুয়েল, জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি প্রমুখ।