স্বদেশ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মাকসুদুরের দুটি সঞ্চয়পত্র জব্দ

আদালত প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৫, ১৩:০০
শেয়ার :
স্বদেশ লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান মাকসুদুরের দুটি সঞ্চয়পত্র জব্দ

‎স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুর রহমানের ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্রের হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন। 

‎‎সিআইডি পুলিশের ফাইন্যান্সসিয়াল ক্রাইমের এসআই নাফিজুর রহমান হিসাব অবরুদ্ধ চেয়ে এই আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, মাকসুদুর রহমান এনবিআর কমার্সিয়াল ব্যাংক লি. উত্তরা শাখা থেকে স্বদেশ লাইফ ইন্সুরেন্স লি. কোম্পানীর নামে থাকা এফডিআর লিয়েন রেখে পর্যায়ক্রমে ২০১৯ সালের ২৮ মার্চ চার কোটু টাকা, ৩১ মার্চ এক কোটি টাকা, ১ এপ্রিল চার কোটি টাকা, ৯ এপ্রিল ৫৯ লাখ ৪২ হাজার ৮৬২ টাকা, ২০২০ সালের ১৮ মে ৪৬ লাখ টাকা একি বছরের ৫ নভেম্বর ১৫ লাখ ৭৫ হাজার সর্বমোট ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা স্বদেশ লাইফ ইন্সুরেন্স লি. এর একটি হিসাবেরর অনুকূলে ঋণ গ্রহণ করেন।

ওই অর্থ তিনি আত্মসাৎ করার উদ্দেশ্যে উত্তোলন করে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন মর্মে প্রাথমিক তদন্তে আনা যায়। 

জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে পাওয়া তথ্য পর্যালোচনায়, মাকসুদুর রহমানের নামে ফেনী জেলায় ৪০ লাখ টাকার দুটি সঞ্চয়পত্র ক্রয়ের তথ্য পাওয়া যায়। এমতাবস্থায়, সঞ্চয়পত্র হিসাব দুটি অবরুদ্ধ করা না হলে তিনি তা (সঞ্চয়পত্র দুটি) ভেঙ্গে টাকা উত্তোলন করতে পারেন। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মাকসুদুর রহমানের নামে থাকা সঞ্চয়পত্র হিসাব দুটি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। 

আমাদের সময়/এএস