কারাগারে অসুস্থ সাবেক ইউপি চেয়ারম্যান, হাসপাতালে মৃত্যু
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাফর হাওরাদার। ছবি: সংগৃহীত
পটুয়াখালী কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম মো. জাফর হাওরাদার (৫৫)। তিনি সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, সোমবার দুপুরে পটুয়াখালী কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন:
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
নিহতের ভাগ্নি রুমা বলেন, ‘আমার মামা সুস্থ মানুষ ছিলেন। তিনি অসুস্থ হয়েছেন, এটা আমরা জানতাম না। মৃত্যুর পর আমরা বিষয়টি জানতে পারছি।’
কারাসূত্রে জানা যায়, ‘গ্রেপ্তার ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে জাফর হাওলাদারকে আটক করে ডিবি পুলিশ। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ১টা ৪০ মিনিটে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, ভর্তি হওয়ার পর তাকে ইসিজি করানো হলে তখনও তিনি জীবিত ছিলেন। তবে কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে; তারা এলে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।’
এদিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
আমাদের সময়/আরডি