আমাদের রুনা লায়লা
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। ৬০ বছরের সংগীত ক্যারিয়ারে ১৮টি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। আজ ১৭ নভেম্বর কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন। ৭২ বছরে পা রাখলেন রুনা লায়লা।
১৯৫২ সালের আজকের দিনে সিলেটে জন্মগ্রহণ করেন রুনা লায়লা। তবে তার শৈশব কেটেছে পাকিস্তানের করাচিতে। আর তার সংগীত জীবনের শুরুটা হয়েছিল ষাটের দশকের শেষের দিকে পাকিস্তানের সিনেমা শিল্পে। শিল্পী আহমেদ রুশদির গায়কীতে অনুপ্রাণিত হয়ে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। উর্দু ভাষায় গান গেয়ে জয় করে নেন শ্রোতাদের মন। ‘উনকি নজরোঁ সে মোহাব্বত কা জো পয়গাম মিলা’র মতো গানগুলো তাকে পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
তবে অনেকের অজানা, শুরুতে গানের প্রতি খুব একটা টান ছিল না তার। মাত্র চার বছর বয়সে নাচ শিখতে শুরু করেন রুনা লায়লা। বড় বোন দীনা লায়লাকে গান শেখাতেন যে ওস্তাদ, তার সামনেই খেলার ফাঁকে মাঝে মধ্যে বসে যেতেন তিনি। সেই ওস্তাদজিই একদিন তার মাকে জানালেন, তাকে গান শেখানোর কথা। প্রখর স্মৃতিশক্তির কারণে ঐটুকু বয়সেই যে কোন গান মুখস্থ করে ফেলতেন অনায়াসেই। আর সঙ্গে ছিল তাল, লয় আর সুরের জ্ঞান।
এসব গুণেই শিশু রুনা লায়লার মাঝে আগামীর শিল্পীর সম্ভাবনা হয়তো দেখেছিলেন সেই সংগীত শিক্ষক। তবে মেধাবী হলেও শৈশবে প্রচণ্ড ফাঁকিবাজ ছিলেন বলে দাবি বিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই কণ্ঠসম্রাজ্ঞীর।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
গান শেখা শুরু করার পর কখন যে এই ব্যাপারে এতটা সিরিয়াস হয়ে উঠেছিলেন তা নিজেও টের পান নি। খুব কম বয়সেই প্লেব্যাকের মাধ্যমে অল্পদিনেই খ্যাতি অর্জন করতে শুরু করেন রুনা লায়লা। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ও মা আমেনা লায়লার দ্বিতীয় সন্তান রুনা লায়লা ক্রমেই হয়ে ওঠেন উপমহাদেশীয় সংগীত জগতের এক বিস্ময়কর নাম।
রুনা লায়লা-ই সম্ভবত একমাত্র শিল্পী যিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই তিন দেশেই সমানভাবে জনপ্রিয়। এই খ্যাতি দারুণভাবে উপভোগও করেন তিনি। ভক্তদের ভালবাসাতেই আজ তিনি বিশ্বজুড়ে পরিচিত। শ্রোতাদের জন্যই তিনি হয়ে উঠেছেন কিংবদন্তি। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন তিনি। পাকিস্তানের মর্যাদাপূর্ণ নিগার অ্যাওয়ার্ড থেকেও তিনি পেয়েছেন বিশেষ স্বীকৃতি। শুধু গানই নয়, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমাতে অভিনয়ও করেছিলেন রুনা লায়লা।
এদিকে, জন্মদিন উপলক্ষে গতকাল রোববার (১৬ নভেম্বর) কোক স্টুডিও বাংলায় ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হন রুনা লায়লা। সেখানে তিনি পরিবেশন করেন ‘মাস্ত কালান্দার’ গানটি। বলার অপেক্ষা রাখে না, জন্মদিনের আগ মুহূর্তে প্রকাশ হওয়া এই গান দিয়ে নতুন করে শ্রোতাদের হৃদয়ে দোলা দিয়েছেন রুনা লায়লা।
ব্যক্তি জীবনে নায়ক আলমগীরের সঙ্গে সুখের সংসার যাপন করছেন নন্দিত গায়িকা রুনা লায়লা। পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই কাটছে তার জন্মদিনটি।
আমাদের সময়/ এসএ