আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে: কাদের সিদ্দিকী
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি, জামায়াত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি। বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে।’
রোববার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে তিনি এসব কথা বলেন।
কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের ভোটে অংশগ্রহণের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? উনারা যথার্থ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন বন্ধ করার চেষ্টা করবে। অবশ্যই করবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনার পতন হয়েছে; স্বাধীনতা বিলুপ্ত হয় নাই। শেখ হাসিনার পতন হয়েছে বলে বঙ্গবন্ধু মুছে যায় নাই, শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই।’
তিনি আরও বলেন, ‘জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি, আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু জয় বাংলা বলার জন্য মানুষকে জেলখানায় নেবেন? ভাবিকালের ইতিহাসের কাছে কী জবাব দেবেন? জবাব নাই।’
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ইসির সঙ্গে বৈঠকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন, ‘তফশিল ঘোষণার পর ইসি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যা সরকারেরও ওপরে অবস্থান করে।’
নির্বাচন কমিশনের ওপর জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুদায়িত্ব রয়েছে বলে জানান তিনি।
১৫ মাস ধরে বর্তমান সরকারের ডাকে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘নির্বাচনের আগ পর্যন্ত সরকারের কোনো আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না।’
ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি খেলাফত আন্দোলনসহ সব ইসলামপন্থি দলকে সম্মান করি। জামায়াতে ইসলামীকেও করতাম, যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধাচরণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের