ডায়াবেটিস দিবসে গুলশান ক্লিনিকের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১৯:৪৩
শেয়ার :
ডায়াবেটিস দিবসে গুলশান ক্লিনিকের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে গুলশান ক্লিনিক লিমিটেডের উদ্যোগে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয় ডায়াবেটিস সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প। অনুষ্ঠানে ১৫০ জনেরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

এতে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. মাশেকুর রহমান খান, সিইও; ইউনিক গ্রুপ, হেলথ সেক্টর ও গুলশান ক্লিনিক লি.। 

তিনি বলেন, ‘শুধু সেরা ছাত্র হওয়া নয়, প্রকৃত সফলতার জন্য সবার আগে সেরা মানুষ হওয়া জরুরি। শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধই ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বের সফল প্রতীক হিসেবে গড়ে তুলবে।’

তিনি ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ডায়াবেটিস একটি নীরব ঘাতক। এটি নিয়ন্ত্রণহীন হলে হৃদরোগ, কিডনি বিকল, স্ট্রোক, দৃষ্টিশক্তি হ্রাসসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’

এ সময় মো. মাশেকুর রহমান খান অংশগ্রহণকারীদের প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনধারায় পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, চরিত্র বিকাশ, জীবন দক্ষতা ও অভিভাবক-শিক্ষকের যৌথ সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং জানান যে তিনি গুলশান ক্লিনিকের সেবা গ্রহণকারী হিসেবে সন্তোষজনক অভিজ্ঞতা অর্জন করেছেন।

উল্লেখ্য, গুলশান ক্লিনিক লি. ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ক্লিনিকের বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় সুবিধা প্রদান করা হচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নভেম্বর মাসজুড়ে গুলশান ক্লিনিক-এ বিশেষ সুবিধা চালু থাকবে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস সম্পর্কিত পরীক্ষায় ৫০% পর্যন্ত ডিসকাউন্ট, সচেতনতামূলক স্বাস্থ্য পরামর্শ, ফ্রি র‍্যান্ডম ব্লাড সুগার পরীক্ষা।

আমাদের সময়/এআই