সাবেক বিচারপতিসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ
সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দিয়েছেন।
আয়কর নথি জব্দের আদেশ দেওয়া অপর আসামিরা হলেন-সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, টিপু মুনশিসহ সব আসামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে শুরু থেকে ২০২৪-২৫ সাল পর্যন্ত তাদের আয়কর পর্যালোচনা করা প্রয়োজন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
আমাদের সময়/এএস