হাসিনা ও আ. লীগের পক্ষে ফেসবুকে পোস্ট, পরীক্ষার হল থেকে ছাত্র আটক
আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করা এবং ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষার সময় তাকে আটক করে ক্যাম্পাসস্থ ইবি থানায় হস্তান্তর করা হয়।
আটক শিক্ষার্থীর নাম সাগর আহমেদ, তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে অনুষদ ভবনের নিচতলায় তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর। দুপুর ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ভবনের সামনে গিয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। পরীক্ষার হল থেকে বের করার সময় কিছু শিক্ষার্থী তাকে মারধর করার চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে কর্তৃপক্ষ তাকে থানায় সোপর্দ করে।
স্ক্রিনশট সংগৃহীত
অভিযোগকারীরা জানান, সাগর নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পোস্ট দিচ্ছিলেন। সম্প্রতি ১৩ নভেম্বর তিনি আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সফল করার আহ্বান জানিয়ে পোস্ট করেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগ ব্যবহার করেন। এ ছাড়া তিনি কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের এক পদে দায়িত্ব পালন করেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
তবে সাগর আহমেদ দাবি করেন, ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেওয়ার বিষয়টি সত্য হলেও তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত নন।
তার ভাষ্য, ‘আমার পরিবার আওয়ামী লীগ করে, কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে আমরাও বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছি। আজ পরীক্ষা দিতে আসলে তারা আমাকে আটক করে।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘আটক শিক্ষার্থী বর্তমানে থানায় রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
জোটের ভাগে অনেক নেতা নৌকা হারাবেন
আমাদের সময়/আরডি