‘পদ্মা বাঁচাও’ আন্দোলনকে গতিশীল করতে চাঁপাইনবাবগঞ্জ আসছেন মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির “পদ্মা বাঁচাও” আন্দোলনের ধারাবাহিকতায় শনিবার (১৫ নভেম্বর) এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে। আর এই আন্দোলনকে আরও গতিশীল ও জনমত গঠনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে দুপুর ২টায় এ সমাবেশে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জসহ এই অঞ্চলের নদীর ভয়াবহ ভাঙন এবং বন্যায় ফসলহানি রোধে গত ৩০-৪০ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান মেলেনি। এ পরিস্থিতিতে নদী এবং এ অঞ্চলকে বাঁচাতে ‘পদ্মা বাঁচাও কর্মসূচি’ আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বর্তমানে এই কর্মসূচির সমর্থনে জনমত তৈরির জন্য জেলার ৫টি উপজেলায় জনসভাও করা হয়েছে। তাই আগামীতে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কর্মসূচি নেওয়া হবে।
“পদ্মা বাঁচাও” আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ বলেন, ‘ভারত শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেয়। আর বর্ষার সময় সমস্ত গেট খুলে দেয়। ফলে আমাদের কৃষি কাজ থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে যায়। তাই পদ্মার পানির ন্যায্য হিস্যার জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার কর্মসূচি হাতে নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্যতম সমস্যা গঙ্গা নদীর ওপর নির্মিত এই ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশে এই পদ্মা অববাহিকার ৫৪টি নদী শুকিয়ে গেছে। দীর্ঘ ৪০ বছর যাবৎ ফারাক্কা অববাহিকার পানি বৃদ্ধির জন্য ভারতের সঙ্গে আমাদের পানিবণ্টন চুক্তি করেছি, কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি।’
হারুনুর রশীদ বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পানি সংকট সমাধানের জন্য গঙ্গা ব্যারেজ প্রকল্প গ্রহণ করেছিলেন। পরবর্তীতে ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ হাজার কোটি টাকার এই গঙ্গা ব্যারেজ প্রকল্প একনেকে এনেছিলেন। সমীক্ষা জমা দিয়েছিল ২০০৯ সালে। এরপর ক্ষমতায় এসেছিলেন ভারতের দালাল শেখ হাসিনা। তারপরে সেই সমীক্ষা চলে গেছে অন্ধকারে।’
তিনি আরও বলেন, ‘ভারত আমাদের সঙ্গে বরাবরই বিমাতাসুলভ আচরণ করে আসছে। শুধু ফারাক্কার পানি নয়- বাংলাদেশের অভিন্ন নদীর পানিও প্রত্যাহার করেছে।’
এই আন্দোলনের অপর নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি ঘোষিত পদপ্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, ‘সামনের দিনে বিএনপি ক্ষমতায় যাবে, আমাদের নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। এজন্য আমরা তারেক রহমানের নেতৃতত্বে সবধরনের ব্যবস্থা গ্রহণ করব।’
শনিবারের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলামসহ জাতীয় এবং রাজশাহী বিভাগের নেতারা উপস্থিত থাকবেন।
আমাদের সময়/আরডি