একটি ধর্মভিত্তিক দল নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চাইছে: সেলিমা রহমান

অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ১৪:১৬
শেয়ার :
একটি ধর্মভিত্তিক দল নারীদের ঘরে ঢুকিয়ে দিতে চাইছে: সেলিমা রহমান

নারীদের ঘরের মধ্যে বন্দী করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, ‘একটি ধর্মভিত্তিক দল মেয়েদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করে ঘরে ঢুকিয়ে দিতে চাইছে।’ 

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগে ‘নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর বাংলাদেশের নারীরা সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। বিভিন্ন সময়ে নারীরা, শিশুরা ধর্ষণের শিকার হয়েছে, যেসব মানুষ গুম-খুন-নির্যাতনের শিকার হয়েছে, তারা তাদের মর্যাদা ফিরে পাবে। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের নারীরা আজ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে।’

তিনি বলেন, ‘গত ৩ মাসে ৬৬ জন কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় এখনো নির্যাতিত হচ্ছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, যে নারীরা আজকে পেশাজীবী, চাকরিজীবী হিসেবে আছেন তাদের নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। গ্রামীণ নারীদের নিয়ে ধর্মকে ব্যবহার করে তাদের অধিকার হরণের ষড়যন্ত্র হচ্ছে।

এতে আরও বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরী, শিরীন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম তুলি, রেহানা আক্তার শিরীন প্রমুখ। 

আমাদের সময়/এএস