এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়ল
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
পূর্বের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিল। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
ফেসবুক পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যারা এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুক আপনারা আগামী ২০ নভেম্বর পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা নিম্নবর্ণিত ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
নতুন শিডিউল অনুযায়ী, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার সর্বশেষ তারিখ আগামী ২০ নভেম্বর।
যেভাবে ফর্ম সংগ্রহ ও জমা দেবেন:
১। অনলাইনে আবেদনের পদ্ধতি:
যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।
২। অফলাইনে আবেদনের পদ্ধতি:
মনোনয়ন আবেদন ফর্ম অফলাইনে সংগ্রহ করা যাবে দুভাবে
ক) সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে (২য় তলা)।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
খ) এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।
আমাদের সময়/এএস