আজ সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির জাতীয় সমাবেশ
আজ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি, উগ্র সাম্প্রদায়িক ডানপন্থি গোষ্ঠীর আস্ফালন রুখে গণমানুষের ঐক্য-সংগ্রামকে অগ্রসর করা এবং বামপন্থি ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। আরও বক্তব্য রাখবেন সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমসহ দলের শীর্ষ নেতারা। বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখবেন বাসদের প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। এ ছাড়া বিশিষ্ট বুদ্ধিজীবীদের মধ্যে বক্তব্য রাখবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।
সমাবেশে আরও বক্তব্য দেবেন সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব, আদিবাসী নেতা, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের