জাবিতে নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জাবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ২০:১৪
শেয়ার :
জাবিতে নিরাপত্তাকর্মী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিরাপত্তা শাখার কর্মী মো. এরশাদ আলমকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, রেজিস্ট্রার অফিসের নিরাপত্তা শাখার গার্ড জনাব মো. এরশাদ আলমের বিরুদ্ধে যথাসময়ে ডিউটি পয়েন্টে না থাকা, ঊর্ধ্বতনকে না জানিয়ে ডিউটিতে অনুপস্থিত থাকা, মৌখিকভাবে একাধিকবার সতর্ক করার পরও তার আচরণের পরিবর্তন না হওয়া এবং গত ১১ নভেম্বর একটি বহিরাগত প্রাইভেটকার দ্বারা বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার (বহিরাগত গাড়ি প্রবেশ করানো) অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০ (ক) (২) ধারা অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি আর্থিক সুবিধা ও ভাতা পাবেন: জীবিকানির্বাহ (সাবসিস্টেন্স) ভাতা হিসেবে সর্বশেষ মূল বেতনের অর্ধেক, তদর্থক সাহায্যসহ অ্যাডহক রিলিফ (যদি থাকে) ও অন্যান্য সব ভাতা সম্পূর্ণ পাবেন।

অন্যদিকে এ ঘটনার তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিনে ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ সাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অসীম চন্দ্র রায় এবং সদস্য–সচিব হিসেবে রয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (প্রক্টর অফিস) মো. সোহেল রানা।

পৃথক এ অফিস আদেশে বলা হয়, নিরাপত্তা শাখার গার্ড মো. এরশাদ আলমের বিরুদ্ধে গত ৬ আগস্ট যথাসময়ে ডিউটি পয়েন্টে না থাকা, উর্ধ্বতনকে না জানিয়ে ডিউটিতে অনুপস্থিত থাকা, ডিউটি পয়েন্টে দেরীতে আসা, ডিউটি পয়েন্টে ঘুমানো ও গত ১১ নভেম্বর যথাসময়ে ডিউটি পয়েন্টে না থাকা এবং নিরাপত্তা শাখার অপর একজন গার্ড মো. তানভীর ১১ নভেম্বর রাত্রে রিলিভার বা পরবর্তী গার্ড আসার পূর্বেই কন্ট্রোল রুমকে অবহিত না করে ডিউটি পয়েন্ট ত্যাগ করার অভিযোগ তদন্তপূর্বক সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ৫। গ. ধারা অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের নিরাপত্তাকর্মীর দায়িত্বে অবহেলার কারণে এক বহিরাগত প্রাইভেটকার অবাধে ক্যাম্পাসে প্রবেশ করে। পরে গাড়িটির চালক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ চৌরঙ্গী এলাকায় মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশাকে চাপা দেয়। রিকশায় থাকা ২ জন শিক্ষার্থী আহত হোন। 

আমাদের সময়/আরডি