চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আসমান গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১৯:০৯
শেয়ার :
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতা আসমান গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম আসমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৌর এলাকার রেলবাজার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজুল ইসলাম আসমান চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজার পাড়ার জাহান বক্সের ছেলে এবং জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি হোসেন আলী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসমান। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান সময়ে ছাত্রদের ওপর চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে হামলার ঘটনায় ২০২৪ সালের ২০ আগস্ট তৌফিক আহমেদ নামের একজন বাদী হয়ে মামলা দায়ের করেন সদর থানায়।

আমাদের সময়/এফএম