লকডাউনের নামে পতিত ও নব্য স্বৈরাচাররা মিলে নির্বাচন বানচাল করতে চায়: গয়েশ্বর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৫, ১৭:৩১
শেয়ার :
লকডাউনের নামে পতিত ও নব্য স্বৈরাচাররা মিলে নির্বাচন বানচাল করতে চায়: গয়েশ্বর

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, লকডাউনের নামে পতিত ও নব্য স্বৈরাচাররা মিলেই দেশে নানা অঘটন সৃষ্টি করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তবে গণতন্ত্রপন্থী জনগণ তা কোনোভাবেই সফল হতে দেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। মান্ধাতার আমলের পাঠ্যক্রম দিয়ে আর জাতি এগোতে পারবে না। আধুনিক ও বিশ্বমানের শিক্ষানীতি প্রণয়নের মাধ্যমে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পর চাকরির জন্য ঘুরতে হবে না—বরং আধুনিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, চাকরিই তাদের খুঁজে নেবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সংগ্রাম করছি। হাজারো নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে জিয়া পরিবার। অথচ বেগম জিয়া কখনো জনগণকে ছেড়ে পালাননি, ফ্যাসিস্টদের সঙ্গে আপোষ করেননি।’

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর চন্দ্র রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ স্থানীয় নেতারা। 

আমাদের সময়/আরডি