টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে দুজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণে আহত জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) ও মোহাররম হোসেনকে (২৩) ঢাকা মেডিক্যাল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া টিএসসির মোড়ে চা পান করার সময় নাজমুস সাকিব নামের এক ব্যক্তির মোটর সাইকেল একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মোটরসাইকেলের তেলের ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ব্যক্তিঅক্ষত আছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়, এগুলো রাস্তা বিস্ফোরিত হয়।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। সেখানে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ‘ঢাকা লক-ডাউন’ কর্মসূচি বাস্তবায়নে জনমনে আতঙ্ক ছড়াতে গত দুদিন ধরে রাজধানী ও তার আশেপাশের এলাকায় এ ধরনের নাশকতা চালাচ্ছে গণঅভ্যত্থানে ক্ষমতাচ্যুত দলটির নেতাকর্মীরা।